নিজস্ব প্রতিবেদকঃ একসময় সীমান্ত জেলা হিসেবে পরিচিত হলেও এখন নতুন করে পর্যটনে প্রাণ ফিরছে যশোরে। ফুলের বাগান, ঐতিহাসিক স্থাপনা আর নদীবন্দরের সৌন্দর্য ঘিরে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।
ঝিকরগাছার গদখালী এখন ‘ফুলের রাজধানী’। রঙিন ফুলের সমারোহ দেখতে শীত মৌসুমে ভিড় করেন হাজারো পর্যটক। স্থানীয় কৃষকরা বলছেন, শুধু ফুল বিক্রি নয়, ছবি তোলার জায়গা, ছোট খাবার দোকান খুলেও আয় বাড়ছে।
বারোবাজারের প্রাচীন স্থাপত্য, চাচড়া জমিদারবাড়ি, নওয়াপাড়া নদীবন্দর আর বেনাপোল সীমান্ত এলাকার ইতিহাস ও প্রাকৃতিক পরিবেশ এখন দর্শনার্থীদের নতুন আগ্রহের কেন্দ্র।
পর্যটকদের জন্য গড়ে উঠছে রেস্টহাউজ, গাইড সার্ভিস, হোমস্টে ও ক্যাফে। তরুণরা এতে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, পর্যটনের উন্নয়নে রাস্তা মেরামত, তথ্যকেন্দ্র স্থাপন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ অব্যাহত থাকলে যশোর খুব দ্রুতই দেশের অন্যতম পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।
পর্যটনের নতুন আলোর ঝলকে বদলে যাচ্ছে যশোরের চিত্র। ইতিহাস, সৌন্দর্য আর মানুষের আন্তরিকতায় গড়ে উঠছে সম্ভাবনার এক নতুন অধ্যায়।