Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৯, নিখোঁজ ১৬০

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৯, নিখোঁজ ১৬০

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৯ জনে দাঁড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যা আরও দ্বিগুণ হয়ে যেতে পারে। এতে এখন পর্যন্ত ১৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

 

গত ৪ জুলাই হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে মধ্য টেক্সাসে ভয়াবহ বন্যা দেখা দেয়। উদ্ধারকর্মীরা এখনো কাদামাটির স্তূপ, ভাঙা ঘরবাড়ি এবং নদীর পাড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্য দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

 

কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, অঞ্চলটিতে বন্যার প্রভাব সবচেয়ে বেশি। এই কাউন্টিতে মৃতের সংখ্যা ৯৫ জন। তাদের মধ্যে ৩৬ জন শিশু রয়েছে। বিশেষ করে গুয়াদালুপ নদীর তীর ভেঙে পড়ার সময় একটি গ্রীষ্মকালীন ক্যাম্পের ২৭ জন কিশোরী এবং বেশ কয়েকজন কাউন্সিলর নিখোঁজ হন।

 

লেইথা বলেন, প্রায় দুই হাজারেরও বেশি উদ্ধারকর্মী, পুলিশ, ও বিশেষজ্ঞ এই উদ্ধারকাজ সর্বাত্মকভাবে নিয়োজিত আছেন। তবে কাদা, ধ্বংসাবশেষ এবং বিপজ্জনক অবস্থার কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments