নিজস্ব প্রতিবেদকঃ বিলাসবহুল জীবনযাপন ত্যাগ করে ইসলাম এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন কুয়েতের বিশিষ্ট চিকিৎসক ডা. আবদুর রহমান বিন হামুদ আস সামিত। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি নিজেকে নিয়োজিত করেছেন আফ্রিকার বিশাল জনপদে শান্তির ধর্ম ইসলামের দাওয়াত পৌঁছে দিতে।
দীর্ঘ ২৯ বছর ধরে তিনি কাজ করেছেন আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ ও প্রান্তে। তাঁর অবিরাম প্রচেষ্টায় ইসলাম গ্রহণ করেছেন প্রায় ১ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ। এ ছাড়া তিনি নির্মাণ করেছেন প্রায় ৫,৭০০টি মসজিদ, খনন করেছেন ৯,৫০০টি পানির কূপ, প্রতিষ্ঠা করেছেন ৮৬০টি স্কুল, ৪টি বিশ্ববিদ্যালয় এবং ২০৪টি ইসলামিক সেন্টার।
ডা. আস সামিত ১৯৪৭ সালের ১৫ অক্টোবর কুয়েতে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন সফল চিকিৎসক। তবে তিনি বিশ্বাস করতেন, মানুষের প্রকৃত সেবায় আত্মনিয়োগই জীবনের আসল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি আফ্রিকার প্রতিটি কোণে ছড়িয়ে দিয়েছেন ইসলামের শান্তির বাণী ও মানবিক সহায়তার হাত।
তাঁর এই মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের বহু পুরস্কার, সম্মাননা ও পদক।
আজও তাঁর অবদান বিশ্বব্যাপী লাখো মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছে। ডা. আবদুর রহমান আস সামিত আমাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা — যিনি প্রমাণ করে গেছেন, নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগের মাধ্যমে একজন মানুষ গোটা জাতিকে আলোকিত করতে পারেন।