Homeস্বাস্থ্যসেবাচিকিৎসা শুরু করেছে ভারতীয় মেডিকেল টিম

চিকিৎসা শুরু করেছে ভারতীয় মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসাসেবা শুরু করেছে বাংলাদেশে আসা ভারতীয় মেডিকেল টিম।

শুক্রবার (২৫ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য জানায়।

বৃহস্পতিবার ভারতীয় মেডিকেল টিমের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের পরামর্শ দেন। তারা প্রতিটি গুরুতর কেস পর্যালোচনা করেছেন।

মেডিকেল টিম চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মত বিনিময় এবং ভবিষ্যতের চিকিৎসার পদ্ধতি সম্পর্কে তাদের মূল্যায়ন জানিয়েছেন।

উল্লেখ্য, গেল ২১ জুলাই ঢাকায় বিমান দুর্ঘটনার মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন। এরপর বুধবার (২৩ জুলাই) ভারতীয় চারজন চিকিৎসক ও নার্স ঢাকায় আসেন।

সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়।

এতে আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় রয়েছে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে আসা মেডিকেল টিম।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আপাতত ভারত, চীন ও সিঙ্গাপুরের চিকিৎসক দল চিকিৎসা দিছেন, এগুলো পযাপ্ত। নতুন করে আর সহায়তার দরকার নেই।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments