Homeরাজনীতিজামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও পারবে: শফিকুর রহমান

জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও পারবে: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত যেভাবে নিজ দলকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, সেভাবেই দেশ পরিচালনার সক্ষমতাও তাদের রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে এ কথা বলেন তিনি।

সম্মেলনে জামায়াত আমির বলেন, ‘আমাদের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

তিনি দাবি করেন, ‘জামায়াতের কোনো নেতার নামে বেগমপাড়া কিংবা পিসিপাড়া নেই। গত ৫৪ বছরে দেশের একজন নাগরিকের প্রতিও আমরা অবিচার করিনি।’

শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা এ দেশের মানুষকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। অনুকূল-প্রতিকূল যে কোনো অবস্থাতেই আমরা এ দেশেই থেকেছি। প্রতিকূল সময়কে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, পালিয়ে যাইনি।’

তিনি বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হলো ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা চাই।’

অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শফিকুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments