Homeস্বাস্থ্যসেবাদেশে আরও ৩ জনের দেহে করোনা শনাক্ত

দেশে আরও ৩ জনের দেহে করোনা শনাক্ত

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১২৩টি নমুনা থেকে ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এ সময় করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২৩টি নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৫৮ জনে। এছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৭ জনে।

এর আগে, গতকাল বুধবার ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে এসময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments