আজ রাত ৮টায় বঙ্গবভনে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে।
এরআগে গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ২টায় তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যসংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-একজন বেশিও হতে পারে।
সেনাপ্রধান বলেন, ‘(ড. ইউনূস) আগামীকাল দুপুরে দেশে এসে পৌঁছাবেন।
এদিকে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’