নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদী এখন শুধু শিল্প শহর নয়, এটি হয়ে উঠেছে এক সম্ভাবনাময় পর্যটন গন্তব্য। ঢাকার খুব কাছেই হওয়ায় প্রতিদিনই হাজারো মানুষ ছুটে আসছেন নরসিংদীর সৌন্দর্য উপভোগ করতে।
এই জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত ওয়ারী-বটেশ্বর এখন দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক আকর্ষণ। প্রায় আড়াই হাজার বছরের পুরনো এই নগরীর খণ্ডাবশেষ ইতিহাসপ্রেমীদের জন্য এক বিশাল আশ্চর্যের ভান্ডার।
নরসিংদীতে রয়েছে নানা ঐতিহাসিক স্থাপনা। নবীন চন্দ্র সাহা জমিদার বাড়ি, মনু মিয়া জমিদার বাড়ি কিংবা ভাই গিরিশ চন্দ্র সেনের স্মৃতি বিজড়িত স্থানগুলো দর্শনার্থীদের নিয়ে যায় শতবর্ষ পেছনে।
পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে ড্রিম হলিডে পার্ক। পরিবারসহ সময় কাটানোর মতো মনোরম পরিবেশ, আধুনিক রাইড, কৃত্রিম ঝরনা ও সবুজে ঘেরা বিশাল এলাকা যে কাউকে মুগ্ধ করে।
নরসিংদীর চরাঞ্চল আর বিলগুলোতে বেড়াতে আসেন প্রকৃতিপ্রেমীরা। সূর্যমুখী ফুলের বাগান, ধানখেত, পাখির কলকাকলি সব মিলিয়ে এক অনন্য প্রাকৃতিক অভিজ্ঞতা অপেক্ষা করে পর্যটকদের জন্য।
এছাড়াও রয়েছে গ্রামীণ হোমস্টে একদুয়ারিয়া, যেখানে দেশি-বিদেশি পর্যটকরা গ্রামীণ সংস্কৃতি উপভোগের সুযোগ পান। এখানকার অতিথিপরায়ণ মানুষ, দেশি খাবার আর প্রকৃতির মাঝে থাকা মানেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া।
নরসিংদীর পর্যটনের এমন বৈচিত্র্য একদিকে যেমন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলছে, তেমনি দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির সৌন্দর্যকে মানুষের কাছে তুলে ধরছে নতুনভাবে।