Homeআন্তর্জাতিকনেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মামলা বহাল

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মামলা বহাল

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে। খবর শাফাক নিউজের

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল এ দুটি পরোয়ানা বাতিলের পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত কথিত যুদ্ধাপরাধ সংক্রান্ত পুরো তদন্ত প্রক্রিয়া স্থগিতের আবেদন করেছিল। তবে আদালত সেই আবেদনও গ্রহণ করেনি।

বিবৃতিতে আরও জানানো হয়, গাজা যুদ্ধসংক্রান্ত ইসরায়েলের আপত্তি ও আন্তর্জাতিক আদালতের এখতিয়ার নিয়ে যে আইনি চ্যালেঞ্জ করা হয়েছে, তা এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এর আগে আইসিসি গাজায় সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments