Friday, May 23, 2025
No menu items!
Homeজাতীয়প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবান এখন পর্যটকদের প্রিয় গন্তব্য

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবান এখন পর্যটকদের প্রিয় গন্তব্য

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান, পাহাড়ি শোভায় মোড়ানো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এক অপরূপ জেলা। বর্ষার পর সবুজে ঘেরা পাহাড় আর নির্জন ঝরনাগুলোর টানেই দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন এই জেলায়।

সম্প্রতি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নীলগিরি, নীলাচল, মেঘলা, আর রুমা-বগা লেকের মতো জনপ্রিয় স্থানগুলো। পাশাপাশি, দুর্গম থানচি হয়ে রেমাক্রি-আমিয়াখুম যাওয়ার পথে অ্যাডভেঞ্চারপ্রিয়দের আনাগোনাও বেড়েছে চোখে পড়ার মতো।

স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, পর্যটন মৌসুমে হোটেল-রিসোর্টগুলোতে আগাম বুকিং ছাড়া জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন হোমস্টেও গড়ে উঠছে।

বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা ও সহযোগিতায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পর্যটন পুলিশ, গাইড এবং লোকাল ট্রান্সপোর্ট এখন আরও সংগঠিত ও কার্যকর।

প্রকৃতিপ্রেমীদের জন্য বান্দরবান যেন এক টুকরো স্বর্গ। মেঘের রাজ্য, পাহাড়ি স্রোতধারা, আদিবাসী সংস্কৃতি আর নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশ বান্দরবানকে করেছে অতুলনীয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments