Homeআন্তর্জাতিকবাংলাদেশ-কাঠমান্ডু পর্যটন ও বিনিয়োগে সুসংবাদ

বাংলাদেশ-কাঠমান্ডু পর্যটন ও বিনিয়োগে সুসংবাদ

বিশেষ প্রতিনিধি:

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পর্যটনশিল্পের উন্নয়ন ও সহজ বিনিয়োগ নীতির ওপর একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন দেশটির পর্যটন ও বিনিয়োগ খাতের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন অনন্দ প্রসাদ পোখরেল, বিশিষ্ট নেপালি রাজনীতিবিদ, সাবেক সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন মন্ত্রী, বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগমতি কমিটির সেক্রেটারি, নেপাল কমিউনিস্ট পার্টি এবং নেপাল ইনভেস্টমেন্ট বোর্ডের সদস্য। তিনি আলোচনায় অংশগ্রহণকারীদের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ, পর্যটন খাতের সম্ভাবনা এবং নেপালের সহজ বিনিয়োগ নীতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন মো: গোলাম ফারুক মজনু, নির্বাহী পরিচালক, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এবং সম্পাদক ও প্রকাশক, বিপ্লবী জনতা। তিনি দক্ষিণ এশিয়ার পর্যটন শিল্প ও বাণিজ্যিক উন্নয়নে বিদেশি বিনিয়োগ নীতি, আঞ্চলিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভায় নেপাল ও বাংলাদেশের ব্যবসায়িক, বিনিয়োগ এবং পর্যটন খাতের উন্নয়নকে আরও সমন্বিত ও শক্তিশালী করার দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আগামী ৯ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিতব্য মানব সম্প্রীতি উৎসবের পরিকল্পনা এবং তা নিয়ে সহযোগিতার সম্ভাবনাও তোলা হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments