Homeজাতীয়বাবাঃযিনি নিজের গল্প থামিয়ে আমাদের গল্প গড়েন

বাবাঃযিনি নিজের গল্প থামিয়ে আমাদের গল্প গড়েন

নিজস্ব প্রতিবেদকঃ আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার দিনটি পৃথিবীর বহু দেশে পালিত হয়,নীরব এক ভালোবাসার মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে। যিনি মাথার উপর ছায়া হয়ে থাকেন, অথচ নিজের ছায়ার দিকে ফিরে তাকানোর সময়টুকুও পান না,তিনি বাবা।

বাবা দিবস এলেই চোখে ভাসে হাজারো ছবি।
স্কুল থেকে ফেরার পথে বাবার কাঁধ,
পরীক্ষায় খারাপ করলেও নিশ্চিন্তে পাশে বসে থাকা মুখটা,
অথচ কখনো বলেননি “তোমাকে ভালোবাসি”,
শুধু বলেছেন”খেয়ে নিও”।
এই কথাগুলোই যেন হয়ে ওঠে সব ভাষার চেয়ে বড় ভালোবাসা।
একজন বাবা দিনের পর দিন পরিশ্রম করেন,
তাঁর মুখে থাকে না অভিযোগ, চোখে থাকে না চাওয়া,
শুধু সন্তানের হাসিমুখ দেখলেই মনে করেন,সব সফলতা এখানেই।
বাবারা হয়তো সামাজিক মাধ্যমে ছবি দিয়ে ভালোবাসা জানান না,
তাদের ভালোবাসা লুকিয়ে থাকে পুরনো শার্টে,
চুপচাপ ঘরে ফেরা ক্লান্ত কাঁধে,
কিংবা রাতের পর রাত না ঘুমানো চোখে।
বিশ্ব বাবা দিবসে যখন শহরের ক্যাফেগুলোতে চলে ফাদার’স ডে অফার,
তখন দেশের প্রান্তিক কোনো গ্রামে এক বাবা হয়তো এখনও হাতে টিউবওয়েলের পানি নিয়ে সন্তানের জন্য গোসলের আয়োজন করছেন।
আরেক বাবা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে,স্কুল থেকে ফিরিয়ে আনবেন তাঁর সন্তানকে।
তাদের কোনো পোস্ট নেই, স্ট্যাটাস নেই, তবু তাঁদের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে নিঃস্বার্থ।
আমরা অনেকেই বাবাকে বুঝে উঠতে পারি না।
বুঝতে বুঝতে সময় চলে যায়, দূরত্ব বাড়ে।
তবু বাবারা দূরে সরে যান না।
তারা চুপচাপ থেকে যান আমাদের আড়ালে,ভরসা হয়ে, ছায়া হয়ে।
আজকের এই বিশেষ দিনে,
শুধু বলার মতো নয়,
বোঝার মতো করে বলি,
বাবা, তুমি শুধু আমার জন্মদাতা নও,
তুমি আমার বেঁচে থাকার সাহস,
তুমি সেই গল্প, যা লিখিনি কখনো তবু আমার প্রতিটা পথচলায় যার ছাপ পড়ে থাকে।
শত শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায়,
শুভ বিশ্ব বাবা দিবস।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments