Homeখেলাধুলামিরপুরের মতো পিচ কোথাও দেখেননি সালমান!

মিরপুরের মতো পিচ কোথাও দেখেননি সালমান!

সিরিজের শুরু থেকেই আলোচনায় মিরপুরের পিচ। বিশেষ করে প্রথম ম্যাচের পরপরই এই পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তান কোচ হেসন। সিরিজ শেষে মিরপুরের পিচ নিয়ে আবারও আক্ষেপ জানালেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি খান আঘা। সালমান বলছেন, এমন পিচ আগের আর কোথাও দেখেননি তিনি।

প্রথম দুই ম্যাচে মিরপুরের পিচে দাঁড়াতেই পারেনি পাকিস্তান ব্যাটাররা। টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে তাদের। শেষ ম্যাচে অবশ্য রান পেয়েছে পাকিস্তান, ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

সিরিজ শেষে সালমান বললেন, এমন পিচ এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য উপযোগী নয়, ‘পিচ নিয়ে আমি কিছু বলিনি। আমি শুধু বলেছি আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা আদর্শ উইকেট নয়। পিচ নিয়ে আমার কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক ক্রিকেটার ও দল হিসেবে আমরা যেখানেই যাই না কেন কিংবা পিচ পাই না কেন সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে এবং পারফর্ম করতে হবে।’

সালমান জানালেন, এমন পিচে আগে কখনোই খেলেননি তিনি, ‘আমার মনে হয় না এরকম কোনো কন্ডিশন ভবিষ্যতে কোথাও পাবেন! আমি অনেক জায়গাতে খেলেছি তবে বাংলাদেশের কন্ডিশনের মতো উইকেট দেখিনি। প্রস্তুতির জন্য আমার মনে হয় না এটা খুব বেশি কাজে দেবে। তবে আমাদেরকে সব কন্ডিশনে গিয়ে পারফর্ম করতে হবে। আমাদের যেমন পারফর্ম করা উচিত ছিল এই সিরিজে আমরা সেটা করতে পারিনি।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments