গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার একমাত্র বিএনপিই অনুসরণ করে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ হামলা চালিয়ে উল্লেখ করে আমিনুল হক বলেন, রাজনীতিতে শিষ্টাচার কেবল বিএনপির মধ্যেই রয়েছে। বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলে। কিন্তু নতুন কিছু দল ও কিছু ইসলামী দলের আচরণে রাজনৈতিক শালীনতার চরম অভাব দেখা যাচ্ছে। এ কারণে তারা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। এর উদ্দেশ্য একটাই-আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানো বা পিছিয়ে দেওয়া। ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরাচার হওয়ার প্রতিযোগিতা শুরু হওয়া-এই মানসিকতা থেকেই রাজনৈতিক সহনশীলতা হারিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি অন্যায় বা অবিচারকে প্রশ্রয় দেয় না এবং দেবেও না।