Homeখেলাধুলাসাকিবদের হারিয়ে হ্যাটট্রিক জয়ে ফাইনালে রংপুর রাইডার্স

সাকিবদের হারিয়ে হ্যাটট্রিক জয়ে ফাইনালে রংপুর রাইডার্স

সাকিবদের দুবাই ক্যাপিটালসকে হারিয়ে প্রথম দল হিসেবে গ্লোবাল সুপার লিগের ফাইনালের টিকেট নিশ্চিত করেছে সোহানের নেতৃত্বাধীন রুংপুর রাইডার্স।

গায়ানায় বুধবার (১৬ জুলাই) গতবারের চ্যাম্পিয়নদের জয় ৮ রানে। ১৫৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৫০ রানে গুটিয়ে দেয় তারা। প্রাথমিক পর্বে প্রথম তিন ম্যাচের সবকটিতে জিতল বাংলাদেশের দলটি।

 

জয়ে শুরুর পর টানা তিন হারে আসর থেকে বিদায় নিল দুবাই ক্যাপিটালস।

দলটির জয়ের ম্যাচে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলার পর ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন সাকিব। পরের তিন ম্যাচে দলের মতো বিবর্ণ তিনি নিজেও।

হোবার্ট হারিকেন্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে সাকিবের ব্যাট থেকে আসে ৭ ও ৪ রান, উইকেট পাননি একটিও।

 

রংপুরের বিপক্ষে ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে একটি উইকেট নেন তিনি, তবে ব্যাটিংয়ে নেমে ৭ বলে করেন ৩।

ব্যাটিংয়ে সবশেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচের ৭টিতে দুই অঙ্ক ছুঁতে পারলেন না সাকিব। এক ম্যাচে ব্যাটিং পাননি। অন্য দুই ম্যাচে ২৬ বলে ৩৫ ও ৩৭ বলে ৫৮ রান করেন তিনি।

 

বোলিংয়ে এই ১০ ম্যাচে সাকিবের উইকেট ৬টি। এর মধ্যে ৭ ম্যাচে কোনো উইকেট পাননি বাংলাদেশের সেরা ক্রিকেটার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments