রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য সিঙ্গাপুর থেকে ৫ সদস্যের দ্বিতীয় একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের দ্বিতীয় একটি মেডিকেল টিম ২৪ জুলাই রাত ১০টা ৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছায়।
সিঙ্গাপুর থেকে আগত এই দ্বিতীয় মেডিকেল টিমের সদস্যরা হলেন: Chow Wing Kit Chester (Zou Yongjie), Wei Guiru, Tan Kwee Yuen, Wong Jolin এবং Irene Wong Mei Jin।