Friday, May 23, 2025
No menu items!
Homeআন্তর্জাতিকওআইসির বিবৃতি প্রত্যাখ্যান ভারতের, ফের পাকিস্তানকে দোষারোপ

ওআইসির বিবৃতি প্রত্যাখ্যান ভারতের, ফের পাকিস্তানকে দোষারোপ

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা এবং কাশ্মীর প্রসঙ্গে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) যে বিবৃতি দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ভারত। মঙ্গলবার (৬ মে) প্রকাশিত ওই বিবৃতিতে কাশ্মীরিদের অধিকার এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওআইসি। তবে বিষয়টিকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধির জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “ওআইসি যে মন্তব্য করেছে, তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। সংস্থাটি আবারও পাকিস্তানের প্রোপাগান্ডার পক্ষ নিয়েছে এবং বাস্তবতাকে উপেক্ষা করেছে।”

তিনি আরও বলেন, “পেহেলগামের হামলার পেছনে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের যে বিষয় রয়েছে, সেটি পাশ কাটিয়ে গিয়েছে ওআইসি। পাকিস্তানের দীর্ঘদিনের সন্ত্রাসবাদী সংযোগ রয়েছে, এবং তারা মিথ্যা তথ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওআইসির এই বিবৃতি সেই প্রচেষ্টারই অংশ।”

এর আগে ওআইসি তাদের বিবৃতিতে দক্ষিণ এশিয়ার অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় এবং ভারত-পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ শুরুর আহ্বান জানায়। সংস্থাটি বলে, “কাশ্মীর একটি অমীমাংসিত ইস্যু যা অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতার প্রধান অন্তরায়। জম্মু ও কাশ্মীরের জনগণ এখনও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পায়নি।”

RELATED ARTICLES

Most Popular

Recent Comments