Homeট্রেন্ডিংজীবন বীমার চেয়ারম্যান সিনিয়র সচিব মোখলেস

জীবন বীমার চেয়ারম্যান সিনিয়র সচিব মোখলেস

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে জীবন বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে তার বর্তমান পদও বহাল থাকবে।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়। পৃথক প্রজ্ঞাপনে সরকারের সাবেক সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জীবন বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অন্য এক আদেশে বিশেষায়িত কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সাবেক সচিব মো. নাসিরুজ্জামানকেও অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আতাউর রহমানকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আলীম আখতার খানকে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments