আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার স্বপ্না নার্সারি ও বোচাগঞ্জ নার্সারিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা জানান, উপজেলায় বর্তমানে ৩৩টি নার্সারি রয়েছে, যার মধ্যে ২২টি নার্সারি নিবন্ধিত। এসব নার্সারিকে গাছপ্রতি চার টাকা হারে প্রণোদনা দেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, খোলা বাজারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
চলতি বছরের ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয়। এসব আগ্রাসী প্রজাতির গাছের চারার পরিবর্তে দেশি প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে বলা হয়।