Homeসারাদেশশারীরিক সম্পর্কের পর বিয়ে করতে চায়নি প্রেমিক, বিষপানে মাদরাসাছাত্রীর আত্মহনন

শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে চায়নি প্রেমিক, বিষপানে মাদরাসাছাত্রীর আত্মহনন

নেত্রকোনার কেন্দুয়ায় শারীরিক সম্পর্কের পর প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় বিষপানে আত্মহনন করেছে সুমাইয়া নামের এক মাদরাসাছাত্রী।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ জুন সকালে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রোয়াইলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া একই গ্রামের শাহাব উদ্দিন ও জোসনা আক্তার দম্পতির মেয়ে।

সে রোয়াইলবাড়ী ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিক্ষার্থী সুমাইয়ার সঙ্গে একই উপজেলার নিলম্বরখিলা গ্রামের সাবেক আরজু মেম্বারের ছোট ছেলে আশরাফুলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে আশরাফুল। কিন্তু পরবর্তীতে তিনি সুমাইয়াকে বিয়ের করতে অনীহা প্রকাশ করেন।

এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে গত ২৯ জুন রোয়াইলবাড়ী বাজারে সুমাইয়াকে মারধর করেন তিনি। পরে অভিমান করে একই দিন সকালে সুমাইয়া বিষপান করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে (মমেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে মমেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ঘর থেকে মৃত্যুর কারণ লিখিত একটি চিরকুট পাওয়া গেছে। 

মাদরাসাছাত্রীর আত্মহননের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘প্রেমঘটিত কারণে শিক্ষার্থী সুমাইয়া আত্মহত্যা করেছে। নিহতের মরদেহটি উদ্ধার করে আজ দুপুরে ময়নাতদন্তের নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
RELATED ARTICLES

Most Popular

Recent Comments