মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ জুন সকালে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রোয়াইলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুমাইয়া একই গ্রামের শাহাব উদ্দিন ও জোসনা আক্তার দম্পতির মেয়ে।
মাদরাসাছাত্রীর আত্মহননের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘প্রেমঘটিত কারণে শিক্ষার্থী সুমাইয়া আত্মহত্যা করেছে। নিহতের মরদেহটি উদ্ধার করে আজ দুপুরে ময়নাতদন্তের নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।