Homeবিনোদনঅ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা

অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা

বাপ্পা মজুমদার, দীর্ঘদিন পর নিয়ে এসেছেন পূর্ণাঙ্গ গানের অ্যালবাম। সেটাও আবার সিডি আকারে। ‘ভার্টিকাল হরাইজন’ শিরোনামের অ্যালবামটিতে রয়েছে মোট ১২টি গান। এর মধ্যে ৫টি গান নতুন, ৬টি পুরনো।

 

বাপ্পা জানিয়েছেন, নতুনের পাশাপাশি সবগুলো পুরনো গানের সংগীতায়োজন করেছেন নতুনভাবে। ফলে নতুন আঙ্গিকেই গানগুলো পাবেন শ্রোতারা। এসব গানের কথা লিখেছেন মাস মাসুম, রাসেল ও’নীল, সানবীম, রানা, শাহান কবন্ধ, মেহেদি মহসীন, সোহেল আরমান প্রমুখ।পুরো একটা অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটা পাগলামি।

 

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো ব্যাপার। আসলে নিজের ভেতরে একটা তাগিদ অনুভব করেছি। মনে হচ্ছিল, মানুষের সঙ্গে গানের সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছিল। তাই অ্যালবামটা করা। আর সিডি করার কারণ দুটো। প্রথমত, প্রযুক্তির যুগে আমরা স্পর্শের বাইরে চলে যাচ্ছি। গান এখন আর পারসোনাল হয় না। কারণ, এখানে আর স্পর্শ নেই। সেই ক্যাসেট, সিডি কিনে আনা, হাত দিয়ে ধরে দেখার আবেগ নেই। সেটা আবার ফিরিয়ে আনার ইচ্ছা থেকেই সিডি।

 

দ্বিতীয় কারণ হলো, সিডিতে গানের স্টুডিও সাউন্ডটা একেবারে ভালোভাবে পাওয়া যায়। যেটা অন্তর্জালে সম্ভব হয় না।’বাপ্পা জানান, সময়কে লম্বালম্বি এবং পাশাপাশি দুইভাবেই ধরার প্রচেষ্টা থেকে এই অ্যালবামের নাম দিয়েছেন ‘ভার্টিকাল হরাইজন’। স্পটিফাইতে অ্যালবাম আকারে দ্রুতই আসবে এটি। তবে ইউটিউবে আসতে দেরি আছে বলে জানিয়েছেন বাপ্পা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments