নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিন বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিস্তৃত বরগুনা জেলা আজকাল হয়ে উঠছে পর্যটকদের আকর্ষণের নতুন গন্তব্য। অপার প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণীর বৈচিত্র্য ও ঐতিহ্যবাহী জীবনযাত্রার মেলবন্ধনে বরগুনা এখন পর্যটনের এক অনন্য ঠিকানা।
সবচেয়ে আলোচিত স্পটগুলোর মধ্যে রয়েছে বেতাগীর চাওড়া বীচ, যেখানে সূর্যাস্তের রঙিন আভায় মুগ্ধ হন সবাই। একান্তে সময় কাটাতে চাইলে এটি নিঃসন্দেহে এক আদর্শ স্থান। এছাড়াও পাথরঘাটার লালদিয়া চর ইতিমধ্যেই প্রকৃতি ও পাখিপ্রেমীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে শীতকালে হাজার হাজার অতিথি পাখির আগমন এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়।
বিশখালী ও বলেশ্বর নদী—এই দুই নদীর মোহনা ও আশপাশের ম্যানগ্রোভ বন পর্যটকদের কাছে রহস্যময় সৌন্দর্যের আবেশ তৈরি করে। স্থানীয়ভাবে “ছোট সুন্দরবন” নামে পরিচিত কিছু বনাঞ্চলও রয়েছে, যেগুলো এখনও অপেক্ষাকৃত অনাবিষ্কৃত।
বরগুনার পর্যটনের এ সম্ভাবনার কথা ভেবেই স্থানীয় প্রশাসন এবং উদ্যোক্তারা কাজ শুরু করেছেন পর্যটন খাত উন্নয়নে। উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট, তৈরি হচ্ছে রিসোর্ট ও হোটেল, বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও।
এক পর্যটক বলেন, “আগে ভাবতেই পারিনি বরগুনাতেই এমন চমৎকার জায়গা আছে। এখন প্রায় প্রতি মাসেই পরিবারসহ ঘুরতে আসি।”
বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে এই অঞ্চলকে গড়ে তোলা গেলে বরগুনা হতে পারে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।