নিজস্ব প্রতিবেদকঃ গুরুত্বপূর্ণ এলাকা ‘যমুনা’—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ দল হিসেবে চিহ্নিত করে তাদের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেছে।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে ঘোষণা দেন, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।”
রাত ১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা মিছিল নিয়ে যমুনার সামনে এসে যোগ দেন। তাদের সঙ্গে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘লীগ ধর বিচার কর’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
এদিকে, যমুনা ভবনের আশপাশে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সচিবালয় ও যমুনার সামনে অনির্দিষ্টকাল সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল।